Skip to main content

Posts

Featured

চড়ক দর্শন

হর গৌরি প্রাণনাথ, দাতা রূপে জগন্নাথ এইবার উদ্ধার কর শিব শিব শিব হে। প্রলয়ের দেবতা মহাদেব।এই মহাদেবের সন্ধান প্রথম পাওয়া যায় সিন্ধু সভ্যতার ধংসাবশেষ থেকে প্রাপ্ত একটি সিল থেকে। পরবর্তীকালে বহু পুরাণ, মঙ্গলকাব্য ও অন্যান্য ধর্মীয় গ্রন্থে শিব অথবা মহাদেবের উল্লেখ পাওয়া যায়।তিনি দেবাদিদেব অর্থাৎ সকল দেবতার আরাধ্য তিনি। কৈলাশ পর্বতে তার অধিষ্ঠান। তিনি ত্রিশুলধারী, ব্যঘ্রচর্ম পরীহিত মহাযোগী। কিন্তু বাঙালি সমাজের কাছে তিনি যেন অপনজন ।  নানা রূপে এবং নানা ভাবে তিনি বাঙালি গৃহে বিরাজমান। ছোটো ছোটো মেয়েরা ভাবে শিবের মত বর চাই, বিবাহযোগ্যা কন্যার মায়েরা ভাবে জামাই যেন হয় শিবের মত আবার সদ্য যৌবনে পা দেওয়া ছেলেদের উৎসাহ শিবের বোহেমিয়ান চালচলন এবং বেশভূষাতে। সাধক কুলের কাছেও তিনি সমাদৃত কারণ তিনি নিজেই ত্যাগ এবং সাধনার প্রতিমূর্তি অপর দিকে তিনি অল্পেতেই সন্তুষ্ট, সামান্য জল বেলপাতা দিয়েই তার সাধনাতে সিদ্ধিলাভ করা যায়।তবে কৃচ্ছ সাধন মার্গও আছে, যেমন চড়ক কিংবা গাজন। চৈত্র মাসের সংক্রান্তির দিন হয় এই চড়ক উৎসব। যদিও এর প্রস্তুতি চলে প্রায় পনেরো দিন আগে থেকে। গ্রামের পুরুষরা দল গঠন করে পনেরো 

Latest Posts

ফিরে দেখা মাহেশ

পুরুলিয়া ভ্রমণ

দক্ষিণরায়ের দুয়ারে

প্রথম ভ্রমণ

পুজোর বনেদিয়ানা